নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ, এমন একটি সংবাদে নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব শফিকুল ইসলাম এ বিষয়ে তদন্ত করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।
সচিব শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। ১০ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিবকে। বাকি ৩ জন সদস্যের মধ্যে রয়েছেন ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী।
কেএন/টিকে