বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে, কিভাবে জিতেছে এটা দেশের সবাই জানে। যারা ১৫ বছর আমাদের শোষণ করল, হামলা করল, গুলি চালাল, বছরের পর বছর আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জিতেছে। আওয়ামী লীগ আর জামায়াত মিলে এখন একাকার হয়ে গেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদ ঘর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘তাদের উদ্দেশ্য এখন বিএনপিকে ঠেকানো। ষড়যন্ত্র করে তারা ডাকসুতে জিতেছে। তারা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এখন সারা বাংলাদেশেও জিতবে। আমরা বলতে চাই, ধানের শীষের কোনো ভোট কমেনি।
ষড়যন্ত্র-চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায়। কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না।’
দুলু বলেন, ‘২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের।
দেশের মানুষের অধিকারের জন্য কথা বলে আমরাও জেল খেটেছি। এর জন্য আমাদের পালাতে হয়নি।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন এলাকায় এখন অনেক আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াতের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রামের সহজ-সরল নারীদেরও ভুল বুঝিয়ে জামায়াত ভোট চাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
এবি/টিকে