ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় ভোটে পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী শিল্পকলা একাডেমিতে আলোকিত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘ছাত্ররাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি থাকবে।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ দেশের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশের মানুষ শান্তিতে ছিল। মানুষের মধ্যে স্বস্তি ছিল। ৫ আগস্টের পর ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পর দেশের মানুষ নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির সঙ্গে কাজ করে যাচ্ছে।
কিন্তু কিছু বিপদগামী লোকের কারণে দেশে মব রাজনীতিতে শিকার হচ্ছে সাধারণ মানুষ। বর্তমান অন্তর্বতী সরকার দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যদি যথাসময়ে নির্বাচন না হয় তাহলে দেশে আইন-শৃঙ্খলা অবনতি হবে। এ জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী থাকবে।’
ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক (অব.) তায়েবুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, ফেনী জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মেজবাহ।
সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী হাবিবুল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোরশেদ হোসেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এবি/টিকে