বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। সম্প্রতি তিনি অংশ নেন গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ব্যক্তিগত কিছু কাজ সেরে এই সপ্তাহে ঢাকায় ফিরে নতুন সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ফেরেশতে প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি। জয়া বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরের সংগ্রামী ও সাহসী চরিত্রের একজনের ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও পুরো টিমের সহযোগিতায় শুটিং সুষ্ঠুভাবে শেষ হয়েছে।’
ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার জিতেছে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছিল। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।
মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, ‘ছবিটি আমাদের সমাজের প্রান্তিক মানুষের গল্প তুলে ধরেছে, যা সহজে উচ্চবিত্ত সমাজ বোঝে না। আশা করছি এবার দেশীয় দর্শকও ছবিটিকে হাততালি দিয়ে স্বাগত জানাবে।’
জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, যার ফারসি ও বাংলা অনুবাদ করেছেন ফয়সাল ইফরান।
ইউটি/টিএ