নেপালে অন্তর্বর্তী সরকারের শপথে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সুশীলা কার্কি এ শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

এদিকে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ গ্রহণ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। নেপালে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, কার্কির শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চে হবে নির্বাচন। নেপালের জেন-জি আন্দোলনকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কার্কিই হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে গত তিনদিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতন হয়।

এরপর বুধবার আন্দোলনকারীরা কার্কিকে নতুন প্রধানমন্ত্রী করতে সমঝোতায় পৌঁছেছে বলে মনে হয়েছিল। কিন্তু এর ২৪ ঘণ্টা পরই আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্যের খবর মেলে। শোনা যায়, প্রকৌশলী কুলমান ঘিসিংকে প্রধানমন্ত্রী পদে চাইছেন আন্দোলনকারীদের অনেকে, যিনি নেপালের বিদ্যুৎ সংকট সমাধান করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

এক বিবৃতিতে তার নামও প্রস্তাব করেছিলেন আন্দোলনকারীরা। কুলমানের নাম উঠে আসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর এরও আগে ওলি সরকারের পতনের পরই প্রাথমিকভাবে নাম শোনা গিয়েছিল রাজধানী কাঠমাণ্ডুর নির্দল মেয়র ও জনপ্রিয় র‌্যাপার বলেন্দ্র শাহের। কিন্তু ৩৫ বছর বয়সী শাহ প্রধানমন্ত্রী হতে আগ্রহী ছিলেন না। বরং তিনি প্রকাশ্যে কার্কির পক্ষেই সমর্থন জানান।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিল ইতিহাস। এখন আরো এক ইতিহাসের সাক্ষী হলো হিমালয়ের দেশ নেপাল।

জেন-জি (তরুণ প্রজন্ম)- যাদের নেতৃত্বে আন্দোলনে পতন ঘটেছে কেপি শর্মা ওলি সরকারের, তাদের মধ্যে সুশীলা কার্কির জনপ্রিয়তা আছে।

সততা, ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত তিনি। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কার্কির কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়।

বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সঙ্গে সংঘাতে জড়াতেও পিছপা হননি কার্কি।

তবে তার বিচারপতি জীবন ঝঞ্ঝাটমুক্ত ছিল না। দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়, যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখা হয়। জনমতের চাপে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। যদিও ঘটনাটি কার্কিকে হতাশ করেছিল এবং তিনি পরে পদ থেকে সরে দাঁড়ান। এবার তার সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
জাকসু নির্বাচন: ফলাফলের অপেক্ষায় ক্লান্ত শিক্ষার্থীরা Sep 13, 2025
img
‘ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পেরে পদত্যাগ’ Sep 13, 2025
img
সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড Sep 13, 2025
নির্মাতা অনন্য প্রতীক চৌধুরীকে নিয়ে যা বললেন আবুল হায়াত Sep 13, 2025
পদত্যাগ করার আগে যা বলেছিলেন মাফরুহী সাত্তার Sep 13, 2025
img
‘পদত্যাগ গণতন্ত্রবিরোধী আচরণ’ Sep 13, 2025
জাকসু নির্বাচন: সদস্য পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মাফরুহী সাত্তার Sep 13, 2025
নির্বাচনের তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ফখরুলের Sep 13, 2025
img
জাবির শিক্ষার্থীরা জুলাইয়ের মতো তাদের অধিকার আদায় করে নেবেন: শিবির সভাপতি Sep 13, 2025
img
জাকসু নির্বাচন: গভীর রাতেও ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা Sep 13, 2025
img
আমি তো আর মরে যাইনি, একটা কল আশা করতেই পারি: সুজন Sep 13, 2025
img
ভোট গণনাকারী শিক্ষিকার মৃত্যুর দায় জাবি কর্তৃপক্ষের নেওয়া উচিত : মাসুদ কামাল Sep 13, 2025
img
সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি : আখতার Sep 13, 2025
img
রিয়াল থেকে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ Sep 13, 2025
img
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরি, রানের রেকর্ড ইংল্যান্ডের Sep 13, 2025
img
নেপালে অন্তর্বর্তী সরকারের শপথে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত Sep 13, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছবে: কাদির ভূঁইয়া Sep 13, 2025
img
জাকসু নির্বাচন: চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা Sep 13, 2025
img
শাহরুখ খানের সিনেমার জয়গান গাইলেন এড শিরান Sep 13, 2025
img
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান Sep 13, 2025