মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং-এর। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ের এক ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা। এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনেতার টিম। সেই বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন।
পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।’ স্থানীয় সূত্র জানিয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইউ। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাইরে বের হন। তখনই নিচে ইউ মেংলং-এর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক প্রতিবেশী। যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’-এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউ মেংলং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা; সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারা।
ইকে/টিএ