জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল (রোববার) থেকে। পুরো একদিনও হাতে নেই দলগুলোর, যদিও এখনও তারা স্কোয়াডে পরিবর্তন আনছে। খুলনা বিভাগের মূল স্কোয়াড থেকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর ঢাকা মেট্রোর স্ট্যান্ডবাই থেকে মূল দলে জায়গা পেয়েছেন আইচ মোল্লা।
এনসিএল টি-টোয়েন্টির জন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের শুরু থেকেই খুলনার হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই অফস্পিন অলরাউন্ডারকে। কিন্তু হঠাৎ কী হলো যে, মূল দল থেকে স্ট্যান্ডবাইয়ে চলে গেলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক? খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দুই ম্যাচের জন্য ছুটি নিয়েছেন মিরাজ।
সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন মিরাজ। যে কারণে পরিবারকে সময় দিতে শুরুর কয়েক ম্যাচে থাকছেন না মিরাজ। তার বদলে মূল দলে প্রবেশ করেছেন রবিউল ইসলাম।
খুলনা বিভাগের স্কোয়াড :
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য, জায়েদ উল্লাহ, আব্দুল হালিম, ইয়াসিন মুনতাসির।
স্ট্যান্ডবাই : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, শাহরিয়ার সাকিব, মাসুম খান টুটুল, অমিত মজুমদার, তানভীর হোসেন।
এসএস/টিএ