লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উপদেষ্টার গাড়ি মনে করে একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা। তবে উপদেষ্টা অন্য গাড়িয়ে নিরাপদে সভাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে হাইকমিশন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসরা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম।
আগামীকাল আপনি কিংবা আমি। উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরূপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি।
ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে।
জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়। নির্ধারিত সময়েই অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এসময় ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করতে শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে বাড়তি পুলিশি নিরাপত্তা থাকায় সেখানে যেতে সমস্যা হয়নি উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তাদের।
তারা ভেতরে ঢোকার পর পার্কিংয়ে থাকা গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন।
তবে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য রাস্তা দিয়ে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন।
পিএ/টিএ