বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বিগত স্বৈরাচার সরকারের সময় সব জায়গাতে রাজনীতিকরণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি সব জায়গায় রাজনীতি করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ছাত্ররা পড়ার টেবিলে এবং খেলার মাঠে থাকবে। লেখাপড়ার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘বিগত দিনে দলীয় সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আগামীতে যোগ্যহীন কোনো ব্যক্তি যোগ্যতার স্থানে যেতে পারবে না।’
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, সদস্যসচিব হাবিবুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মারুফ ইসলান প্রমুখ।
পরে অতিথিরা জিপিএ ৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এবি/টিকে