লিটমাস টেস্টের ফল কী বার্তা দিচ্ছে?

ছাত্রদলের একের পর এক ভরাডুবি বিএনপিকে চিন্তায় ফেলে দিয়েছে! যদিও এটা কোনো জাতীয় নির্বাচন নয়, তবে এর প্রভাব বা গুরুত্ব জাতীয় নির্বাচনে ছোট হোক বা বড় হোক, একটি ফ্যাক্টর। অন্তর্বর্তী সরকারও যে চিন্তামুক্ত, তা বলা যাচ্ছে না। কারণ, নির্বাচন বর্জন বা নির্বাচনের সময় যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে আগামী জাতীয় নির্বাচন নির্বিঘ্ন করতে হলে অনেকগুলো হিসাব কষে রাখতে হবে। কিছু বিষয় ধরে কথা বলি।

ছাত্রদলের দুর্বলতা ও কারণ

প্রথমত, ছাত্রদল এই মুহূর্তে শক্তিহীন। ডাকসু এবং জাকসুর লিটমাস টেস্টে সেটা স্পষ্ট হয়েছে। তারা আশঙ্কাজনকভাবে সমর্থন হারিয়েছে। ছাত্রদল কেন পরাজয়ের যে নিম্নতম সীমা, তারও নিচে নেমে গেল? আমরা দেখেছি, ছাত্রশিবির তাদের প্যানেলে যেসব চমক ও নতুনত্ব আনতে পেরেছে, সেই তুলনায় ছাত্রদল পারেনি। শিক্ষার্থী-কল্যাণে যেসব কাজ করা দরকার, সেগুলো তাদের নেই। ছাত্রদলের সমর্থনে স্পষ্ট ভাটা! এই প্রজন্ম পেশিশক্তির ন্যূনতম ব্যবহারও পছন্দ করে না। সেদিন টিমের সাথে ডাকসু কাভারেজে দেখলাম, ভিপি প্রার্থী আবিদ কেন্দ্রের দরজায় সজোরে ধাক্কা দিচ্ছেন ভেতরে চলে যাবেন বলে। ওই সময় ভোট গণনা চলছিল, তাই প্রার্থীর সদলবলে ভেতরে যাওয়ার সুযোগ ছিল না! ভেতরে প্রার্থীর এজেন্টরা ছিলেন।

আবার প্রচার-প্রচারণায় প্রতিপক্ষ নিয়ে যে বিষয়গুলো বলা দরকার, সেগুলো না বলে তারা পুরনো কাসুন্দি ঘাঁটছেন। জামায়াত-শিবির নিয়ে ১৯৭১ বা স্বাধীনতা ইস্যু এই প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক। কারণ, আইনি বা অন্য কোনো প্রক্রিয়ায় এটা দিয়ে তাদের পরাজিত করা যাবে না। শেখ হাসিনা সেটা করতে গিয়ে জামায়াত-শিবিরকে যে পরিমাণ শক্তি দিয়েছেন, সেই শক্তির ঠেলা তো মাত্র টের পাওয়া গেল! জামায়াতের 'ইনক্লুসিভ পলিটিক্স' নিয়ে আপনি অন্তত ১০০টা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু অনেকেই সেই জায়গাটা স্পর্শ করে না। তাদের ধর্মীয় রাজনীতির বৃত্তায়ন নিয়ে প্রশ্ন তোলা যায়- সেরকম প্রশ্ন আমরা দেখি না। যেটা করে, সেটা ওই ঘুরেফিরে '৭১! এই চেতনা বিক্রি করে অন্তরালে দেশ বিক্রি হয়ে যাচ্ছিল। জনতার গণঅভ্যুত্থান দেশকে রক্ষা করেছে!

যারা নতুন প্রজন্ম; যারা জেন জেড; তাদের ভাষা, মতামত ও চিন্তাকে বুঝতে শিখুন। রাজনীতিতে বিভক্তির দেয়াল তুলে এগিয়ে যাওয়া কঠিন! অথচ বিএনপি মাঝেমধ্যে এখানেই আটকে যায়!

ছাত্রদলে নেতৃত্ব সংকট

গুরুত্বপূর্ণ বিষয় হলো-ছাত্রদলে কারা আছে। আমার মনে হয়, ২৫ বছরের বেশি বয়স হলে তাদের ছাত্রদলে রেখে দলেরই ক্ষতি হয়। অছাত্র অথবা বয়স্ক নেতা একটা ছাত্র সংগঠনে বেমানান! আপনি যদি অন্যান্য সংগঠনের বয়স দেখে বিচার করেন, তাহলে এই বয়সের কারণে ছাত্রদলের মান নিচের দিকে চলে যায়।

আবিদ, হামিম, মায়েদের মতো আরও নেতা খুঁজুন। তারা পরাজিত বলে তাদের ওপর দায় চাপাবেন না। দায়টা বিএনপি এবং ছাত্রদলের। যতটুকু ভোট এসেছে, সেগুলো আবিদ, হামিম, মায়েদ বা মীমদের কারণে, নতুবা পরিস্থিতি আরও শোচনীয় হতো। তাদেরকে সেই পুরনো পথে পরিচালিত করবেন না।

আমার মাঝে মাঝে অবাক লাগে, বিএনপি বা ছাত্রদলে এমন অনেক প্রতিভাবান আছেন, যাদেরকে সামনে আনা হয় না। অথবা টেম্পুস্ট্যান্ড পলিটিক্সে তারা গা ভাসায় না, কিন্তু তারা দলের সম্পদ। অথচ আপনি তাদের চিনবেনই না।

আপনি বা আপনারা কি ফারহান আজিমকে চেনেন? নোয়াখালীর একটি আসনের বিএনপির একাধিকবার নির্বাচিত এমপির ছেলে। বহু গার্মেন্টসের মালিক হয়েও জ্যামে পড়ে সময় নষ্ট হবে বলে পাঠাও চড়ে অফিসে চলে যান তিনি। শোডাউন পলিটিক্সের নোংরামিতে তাকে দেখা যায় না। আমি জানি না তিনি সামনে প্রার্থী হবেন কিনা, তাকে মনোনয়ন দেওয়া হবে কিনা। 

ধানমন্ডির শামীম আশরাফিকে চেনেন? বয়স একেবারে কম। এখন যুবদলের নেতা। সামনের সারির পোস্টে নেই। সংগঠিত করার যে শক্তি তার মধ্যে দেখেছি, সেটা না ছাত্রদল কাজে লাগিয়েছে, না এখন যুবদল কাজে লাগাচ্ছে। অথচ যুবদলের যেসব মুখ আপনার চোখের সামনে পড়বে, সেগুলো দেখলে সাধারণ মানুষ কাছে আসবে না।

সাঈদ ইব্রাহিমকে তো অনেকে চেনেন না। অর্থনীতি নিয়ে তার ভাবনা ফেসবুকে দেখলেই ইংরেজি দৈনিকগুলো তা কেড়ে নিয়ে প্রকাশ করে। আমি নিজে পড়ি। আমি জানি না তাকে বিএনপি কতটা কাজে লাগাতে পারবে। সাঈদ ইব্রাহিম যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের ছেলে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার চিন্তাভাবনা এই প্রজন্মের।

ডালিয়াকে তো ছাত্রদল কাজে লাগায়নি। মেয়েটি এখন ঠিক কোথায় আছে, আমি জানি না। ২০১৯ সালে তাকে রাস্তায় দেখেছিলাম।

ওই সময় খালেদা জিয়া যখন শেষবারের মতো রাস্তায়। গুলশান থেকে তার গাড়ি পুরান ঢাকার দিকে যাচ্ছে। আদালতের রায়ের পর আর ফিরবেন না খালেদা। খালেদা জিয়া যে ফিরছেন না, জেলেই যাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।

সেই সময়ে তার গাড়িবহর ঘিরে বিএনপি-ছাত্রদল শক্তি তৈরি করতে পারত, কিন্তু পারেনি। একটি মোটরসাইকেলে একাই ডালিয়া পুরান ঢাকার আদালত পর্যন্ত গিয়েছিল। ওই বয়সী আর ছাত্রদল নেতা তেমন একটা দেখিনি। কারণ, তারা গুরুত্বপূর্ণ পদে নেই, তাই হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ছাত্রদল আবু সাঈদ তৈরি করতে পারেনি ওই সময়। আবু সাঈদের মতো মানুষরা পরে তৈরি হয়েছে, যারা ২০২৫ সালে জীবন দিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছে। আজকের বাংলাদেশের যে নতুন স্বাধীনতা বা নতুন বাংলাদেশ দেখেন, তার প্রথম শহীদ হিসেবে রংপুরের আবু সাঈদকে অভিহিত করা হয়।

নতুন প্রজন্ম ও তারেক রহমানের চ্যালেঞ্জ

বিএনপির যে আশঙ্কা এখন, সেটা থেকে উত্তরণের জন্য তারা এই বিষয়গুলোতে মনোযোগ দিতে পারে। ২০০০ সালের দিকের ভোটার আর আজকের ২০২৫ সালের ভোটার এক নয়। লন্ডনে তারেক রহমান যে ভাবনা পোষণ করেন, যে বার্তা দিতে চান, সেটা বিএনপির তৃণমূলে পৌঁছায় না। কিছুদিন পর যখন তারেক রহমান ফিরবেন, তখন তাকেই নিঃসন্দেহে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, সে সময় তারেক রহমানের প্রথম বক্তব্য কী ছিল জানেন, 'পরাজিতরা বিজয়ীদের কাছে যদি নিরাপদ না হয়, তাহলে সেই বিজয় আনন্দের হয় না'। অথচ এরপর দখল-পাল্টা দখল দেখা গেছে। এর নেতিবাচক প্রভাব কতটা, সেটা এই লিটমাস টেস্টে ধরা পড়েছে। দেশের রাজনীতি আর নতুন বাংলাদেশের সন্ধিক্ষণ একটি সম্ভাবনাময় সময় পার করছে। এই সম্ভাবনা যে দল তার থলেতে আনতে পারবে, তাদের পরিসর বিস্তৃত হবে।

লেখক: সাব্বির আহমেদ, মোবাইল জার্নালিজম এডিটর-ইন-চিফ, বাংলাদেশ টাইমস।
ইমেইল: editor@bangladeshtimes.com

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
বিমানবন্দরে ২২ বাংলাদেশি শ্রমিককে আটকে দিল পুলিশ Nov 02, 2025
img
ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলেই টাকা হরিলুট করেছে : রিজভী Nov 02, 2025
ট্রাম্পের অভিযোগে নাইজেরিয়া ‘বিশেষ নজরদারির দেশ’ Nov 02, 2025
"আমার ভাই কবরে আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে " Nov 02, 2025
বিএনপিকে ফ্যাসিবাদ থেকে সরে আসার আহ্বান জানালেন সাদিক কায়েম Nov 02, 2025
পুলিশ কর্মকর্তাদের বদলি: আইন উপদেষ্টাকে বিএনপি–জামায়াতের ফোন Nov 02, 2025
img
নির্বাচন বানচালের পাঁয়তারা করে লাভ হবে না : জুয়েল Nov 02, 2025
img
হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা Nov 02, 2025
মীর কাসেমের ছেলে পেলেন জাতীয় সংসদের কার্যবিধি বই Nov 02, 2025
মওদুদীর নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন Nov 02, 2025
img
গণভোট পরে হলে এটি হবে জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা : শিবির সভাপতি Nov 02, 2025
সেন্টমার্টিন খুলে দিলেও জাহাজ যাচ্ছে না Nov 02, 2025
'আমি কারো কাছে মাথা বিক্রি করি নাই, এজন্য সত্য কথা বলি Nov 02, 2025
img
৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে শিবচরে বিএনপির জনসমাবেশ Nov 02, 2025
img
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন : রিজভী Nov 02, 2025
img
একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মাহবুবুর রহমান Nov 02, 2025
img
'আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে চায় সরকার' Nov 02, 2025
img
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী Nov 02, 2025
img
শেষ মুহূর্তে রোনালদো ম্যাজিকে রক্ষা পেল আল নাসর Nov 02, 2025
img
গণভোট ইস্যুতে মুখোমুখি জামায়াত-বিএনপি Nov 02, 2025