শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলে লিডো পেল। কিন্তু আধাঘণ্টা পার হতে না হতেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ডিন হুইজেন। ১০ জনের দল নিয়েই প্রথমার্ধে আরও এক গোল করে সহজ জয়ের স্বপ্নই দেখছিল লস ব্লাঙ্কোরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে প্রাণপণে লড়ল স্বাগতিকরা। একটা গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রিয়ালে অ্যারেনায় স্বাগতিক রিয়াল সোসিয়দাদকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের রিয়ালের পক্ষে গোল করেন। দ্বিতীয় গোলের আগে হুইজেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে একটি গোল শোধ করেন মিকেল ওয়ারজাবাল।
লিগে টানা চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শাবি আলনসোর শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচটাই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলো রিয়ালকে। দারুণ পারফরম্যান্সে এই ম্যাচে দলের জয়ের নায়ক এমবাপ্পে। এই ফরাসি তারকা দলের প্রথম গোলটি করার পর গুলেরের গোলেও রেখেছেন অবদান।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান গুলের। কিন্তু আক্রমণের বিল্ডআপের সময় এমবাপ্পে অফসাইডে থাকায় রেফারি গোল বাতিল করে দেন।
১২ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ব্যাকপাস থেকে বল পেয়ে যান এমবাপ্পে। সঙ্গে লেগে থাকা আরেকজনকে ছিটকে ফেলে এগিয়ে যান এই ফরাসি, এরপর বক্সের বাইরে থেকে শটে লক্ষ্যভেদ করেন এই বিশ্বকাপজয়ী।
এবারের আসরে এমবাপ্পের গোল হলো চারটি।
৩২ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ওয়ারজাবালকে পেছন থেকে বাধা দেন হুইজেন। এই স্প্যানিশ পরে গেলে ফেরারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ক্ষুব্ধ রিয়ালের খেলোয়াড়রা ভিএআর দেখার জন্য চাপাচাপি করলেও রেফারি তা করতে অস্বীকৃতি দেখান। কোচ শাবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে তাকেও হলুদ কার্ড দেখান রেফারি।
রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে প্রথম ৮ ম্যাচেই দ্বিতীয়বারের মতো লাল কার্ড দেখলেন এই ২০ বছর বয়সী স্প্যানিশ সেন্টারব্যাক। তবে লাল কার্ডের ধাক্কা সামলে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লস ব্লাঙ্কোরা। ড্রিবল করে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন এমবাপ্পে। বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে পাঠান গুলের।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে স্পটকিক থেকে একটা গোল শোধ করেন ওয়ারজাবাল। ডি-বক্সে কারভাহালের হ্যান্ডবল হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে সোসিয়েদাদ। এখনও জয়ের মুখ দেখেনি তারা।
ইউটি/টিএ