যৌথভাবে বুকার পুরস্কার পেলেন মার্গারেট ও বার্নারডাইন

ইংরেজি সাহিত্যের মর্যাদাপূর্ণ পুরস্কার ম্যান বুকার জিতেছেন কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অটউড (৭৯) ও ব্রিটিশ লেখক বার্নারডাইন এভারিস্টোর (৬০)।

সোমবার তিন সদস্যের ব্রুকার প্রাইজ কমিটি ৩০ বছরের পুরনো প্রথা ভেঙে এই দুই নারীর নাম ঘোষণা করে।

টেস্টামেন্টস সিরিজের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ উপন্যাসের জন্য অটউডকে এবং ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য বার্নারডাইনকে পুরস্কৃত করা হয়। সম্মানী হিসেবে পাওয়া প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার তারা সমভাবে ভাগ করে নিবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বুকার পুরস্কারের জন্য বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকায় ছিল ছয়জনের নাম। বিচারক প্যানেলের চেয়ারম্যান পিটার ফ্লোরেন্স বিচারকদের অনুরোধ করেন এবারেও যাতে বুকার পুরস্কারের রীতিনীতি রক্ষা করা যায়। কিন্তু তারা বলেছেন, দুজনের কাজকে তারা আলাদা করতে পারছেন না। তাই বাধ্য হয়ে পিটার ফ্লোরেন্স বুকারজয়ী হিসেবে অটউড ও বার্নারডাইনের নাম ঘোষণা করেন।

৬০ বছর বয়সী এভারিস্টো প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বুকার জিতলেন। অন্যদিকে সবচেয়ে বয়স্ক বুকারজয়ী হয়েছেন ৭৯ বছর বয়সী মার্গারেট অটউড।

কানাডার লেখক অটউড এর আগে ২০০০ সালে তার ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্যও বুকার জিতেন। ৩৩ বছর আগে তিনি ‘দ্য হ্যান্ডমেইড’স টেলের’ জন্য মনোনীত হয়েছিলেন। দুটি বুকারজয়ীর তালিকায় তিনি চতুর্থ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: