রাজধানীর বনশ্রী-আফতাবনগর অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্যে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর পৃথক তিনটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগরের লেকভিউ রোডে সেতুগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে আফতাবনগর- বনশ্রীবাসীর। এই দুই এলাকার লাখ লাখ মানুষের চাহিদা ছিল যেন দুই এলাকার মধ্যে সংযোগ সেতু হয়। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আফতাবনগর- বনশ্রীর মাঝে ৩ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, আগের বাঁশের সাঁকোর স্থানে সেতুগুলো নির্মাণ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে ২টি সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছে যা দিয়ে মানুষসহ গাড়ি, অ্যাম্বুলেন্স পারাপার হতে পারবে। এছাড়া আরেকটু সেতুও নির্মাণ হবে যা দিয়ে শুধু মানুষ চলাচল করবে।
আফতাবনগর-বনশ্রীর মধ্যে বয়ে চলা এই খালটি আসলে নড়াই নদী। প্রস্তাবিত এখানকার সেতুর নাম হবে নড়াই সেতু। এটাকে সবাই বনশ্রী খাল নামে চিনলেও, আশির দশকেও এটি ছিল প্রবাহমান নড়াই নদী। অবৈধ দখলের মাধ্যমে নদীর প্রবাহ রুদ্ধ করে একে খালে রূপান্তর করা হয়। সিটি কর্পোরেশনের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একে পুনরায় ‘নড়াই নদী’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এবি/টিকে