লা লিগায় রেফারিদের পক্ষপাতিত্ব নিয়ে অনেক সময় অভিযোগ উঠলেও এবার অভিযোগকারীর আসনে বসেছে রিয়াল মাদ্রিদই। দলের ডিফেন্ডার ডিন হুইসেনের লাল কার্ডকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে ক্লাবটি। শুধু তাই নয়, রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে ফিফার কাছে পাঠানোর ঘোষণা দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
গত ম্যাচে সোসিয়েদাদের মাঠে ১০ জন নিয়ে খেলেও ২-১ গোলে জয় পায় রিয়াল। তবে ম্যাচের ৩২ মিনিটে মিকেল ওইয়ারসাবালের সঙ্গে বল দখলের লড়াইয়ে ধাক্কা লাগায় সরাসরি লাল কার্ড দেখেন হুইসেন। রেফারি হেসুস হিল মানজানোর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখান রিয়াল কোচ জাবি আলোনসো।
মাঠেই প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোনসো মন্তব্য করেন, হুইসেনের ফাউল সর্বোচ্চ হলুদ কার্ডের যোগ্য ছিল, কারণ তখনো গোলের সম্ভাবনা স্পষ্ট ছিল না এবং অন্য ডিফেন্ডার মিলিতাও খুব কাছাকাছি অবস্থানে ছিলেন।
রিয়াল মাদ্রিদ টিভির মাধ্যমে ক্লাবটি জানায়, লা লিগার চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে এবং গত মৌসুমে যেসব বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, সব তথ্য-প্রমাণসহ একটি নথি তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই সেটি ফিফার কাছে জমা দেওয়া হবে, যেন স্প্যানিশ ফুটবলের রেফারিং পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।
রিয়ালের এই সিদ্ধান্তে স্পেনের ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখা বাকি, ফিফার দ্বারস্থ হয়ে কতটা ফল আদায় করতে পারে বিশ্বের অন্যতম সফল এই ক্লাব।
এবি/টিকে