চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ দ্বিতীয় দিনে আরো ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দুই দিনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আজ সোমবার পর্যন্ত চাকসু কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, মেয়েদের হলে ৪৬ এবং ছেলেদের হলে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। আনন্দঘন এই পরিবেশটি যেন সুস্থভাবে চলতে থাকে, আমরা সেটিই চাই। ভিপি-জিএস প্রার্থী সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘মনোনয়ন ফরমে আলাদা ঘর রাখা হয়েছে। তবে সেটি এখনই খুব গুরুত্বপূর্ণ নয়। মনোনয়ন জমা দেওয়ার সময় যে পদে আবেদন থাকবে, সেটিই চূড়ান্ত ধরা হবে।’
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে পদপ্রার্থী ও শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা কেন্দ্রীয় ও হল সংসদের পদপ্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কেন্দ্রীয় সংসদের জন্য ১০টি এবং হল সংসদের জন্য প্রায় ১৫টি ফরম নিয়েছি। আমরা অনেক খুশি। আমাদের আরো কয়েকজন প্রার্থী আজ ফরম সংগ্রহ করবে।’
প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র পাওয়া যাবে। চাকসুর জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ওইদিন ডোপটেস্টের সনদও জমা দিতে হবে। এরপর যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
ইউটি/টিএ