ব্রায়ান বেনেটের কপালটা খারাপই বলতে হবে। দুই সপ্তাহের কম ব্যবধানে দুবার সেঞ্চুরি মিস করাকে তো দুর্ভাগ্যই বলতে হয়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৮১ রানে আউট হয়েছিলেন এই ওপেনার। এবার নামিবিয়ার বিপক্ষে আরও কাছে গিয়েও পারলেন না এই ২১ বছর বয়সী। বেনেট সেঞ্চুরি মিস করলেও জিম্বাবুয়ে অবশ্য বড় জয় তুলে নিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামিবিয়াকে ৩৩ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠানোর খেসারত দিয়েছে নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির অর্ধশতকে ভর করে ৩ উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সমর্থ হয় সফরকারী নামিবিয়া।
স্বাগতিকদের এদিন বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার বেনেট ও মারুমানি। মাত্র ১৪.১ ওভারেই ১২৪ রানের জুটি গড়েন তারা।
বুজিং-ভলশেঙ্কের বলে মারুমানির বিদায়ে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৪৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন তিনি। ক্রিজে এসেই ঝড় তুলেছিলেন রায়ান বার্ল। বেনেটের সঙ্গে মাত্র ১৫ বলের জুটিতে যোগ করেন ৪১ রান। বার্লও বুজিং-ভলশেঙ্কের শিকারে পরিণত হন। তার আগেই মাত্র ৯ বলে ২টি করে চার-ছক্কায় ২২ রান করেন।
অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে জুটিতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন বেনেট। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে আউট হয়ে যান তিনি, সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে।
ট্রাম্পেলমানের শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ৫১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন বেনেট। রাজা ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংসে জিম্বাবুয়ের স্কোরকার্ডে দুইশ পার করে দেন। বুজিং-ভলশেঙ্ক ২টি ও ট্রাম্পেলমান ১টি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে নামিবিয়া শুরুতেই উইকেট হারায়। তৃতীয় ওভারে দলীয় ১৮ রানের মাথায় বিদায় নেন মালান ক্রুগার (১৩ বলে ১৩)। আরেক ওপেনার ফ্রাইলিঙ্ক ও ওয়ান ডাউনে নামা লফটি-এটন অবশ্য পরিস্থিতি সামাল দিয়ে দারুণ জবাব দিচ্ছিলেন। কিন্তু অষ্টম ওভারে ফ্রাইলিঙ্ককে বিদায় করে জুটি ভাঙেন রাজা।
১৩ বলে ৩ চারে ২১ রান করে বিদায় নেন ফ্রাইলিঙ্ক। পরের ওভারে কোনো রান যোগ করার আগেই মাসাকাদজা বিদায় করেন লফটি-এটনকে। ২৪ বলে ৮ আরে ৩৮ রান করে বিদায় নেন তিনি।
অধিনায়ক গেরহার্ড এরাসমুস ও জেন গ্রিন চতুর্থ উইকেট জুটিতে ৪৪ রান যোগ করেন, তবে ক্রমবর্ধমাণ আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা। দলীয় ১১৮ রানে রাজার দ্বিতীয় শিকার হন এরাসমুস। তার আগে ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন। স্মিট বিদায় নেন ২ রান করে। ট্রাম্পেলমানের সঙ্গে গ্রিন আরেকটা জুটি গড়েন। পরপর দুই ওভারে দুজনই বিদায় নেন অবশ্য। ৯ বলে ২০ রান করা ট্রাম্পেলমানকে আউট করেন এনগারাভা, আর গ্রিন ২৭ বলে ৩৩ রান করে মুজারাবানির শিকার হন। এছাড়া ডাইলান লেইচার ৯ বলে ১১ ও বুজিং-ভলশেঙ্ক ৪ রান করেন।
মুজারাবানি ও রাজা ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া বেনেট, মাসাকাদজা ও এনগারাভা ১টি করে উইকেট শিকার করেন।
ইউটি/টিএ