বিসিবির উদ্যোগে আজ থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে লেভেল-৩ পর্যায়ের কোচিংয়ের পাঁচ দিনব্যাপী কোর্স, যা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই কোর্সে কোচিং সম্পর্কে উন্নত পর্যায়ের জ্ঞান, ব্যবহারিক দক্ষতাসহ নানা কিছু শেখানো হবে।
গত ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড মিটিংয়ে বসেছিল বিসিবি। সেদিনই স্থানীয় কোচদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য সামনে রেখে উঠে এসেছিল লেভেল-৩ কোচিং কোর্স চালু করার প্রসঙ্গটি। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি কোর্স চালু হওয়ার কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই কোর্সটি কেবল প্রযুক্তিগত এবং কৌশলগত বোঝাপড়াকে গভীর করার জন্যই নয়, বরং প্রতিটি কোচের প্রোগ্রাম পরিচালনা, দল পরিচালনা এবং হাই-পারফরম্যান্সমূলক ক্রিকেট পরিবেশের জন্য। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর বিসিবি লেভেল ৩ কোচিং সার্টিফিকেট প্রদান করবে, যা জাতীয়ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক কোচিং মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কোর্স পরিচালনার দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার প্রশিক্ষক রস টার্নার। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তার টিমে রয়েছেন। এছাড়াও আছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, অ্যালান ক্যাম্পবেল, জিওফ লসন ও নাতাশা ক্যাম্পবেলরা। প্রশিক্ষকরা কোচিং পদ্ধতি, খেলোয়াড় মান-উন্নয়ন, হাই-পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ক্রীড়া বিজ্ঞান এবং ক্রিকেটের নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন।
কোর্সটিতে বিসিবি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিটের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করেছে।
ইউটি/টিএ