জিততে হলে শুরুটা ভালো দরকার ছিল ওমানের। তবে ১৭৩ রান তাড়া করতে নেমে শুরুটা তো ভালো পায়নি উল্টো পাওয়ার প্লেতেই ব্যাটিং ধসে পড়ে। পরে সেই ধাক্কা কাটিয়ে উঠে জয় আর পাওয়া হয়নি।
আবুধাবিতে ৪২ রানে হেরে টানা দ্বিতীয় পরাজয় দেখতে হয়েছে ওমানকে।
বিপরীতে এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় তারা। স্কোরবোর্ডে রান জমা করতে পারে ৪১।
পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওমান ১৩০ রানে অলআউট হয়।
৪২ রানের পরাজয়টা আরো বড় হতে পারত যদি যতিন্দর সিং (২০), আরিয়ান বিস্ট (২৪) ও বিনায়ক শুক্লা (২০) ছোট্ট ইনিংস তিনটি না খেলতেন। প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতের হয়ে বোলিংয়ে নেতৃত্ব দেন জুনাঈদ সিদ্দিকী। ২৩ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
এর আগে জোড়া ফিফটিতে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আমিরাত।
সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তবে ইনিংসের শুরুটায় আক্রমণাত্মক ব্যাটিং করেন তার ওপেনিং সতীর্থ আলিশান শরাফু। ওয়াসিম ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৯ রান করেন। আর ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন শরাফু। ইনিংসটি সাজান ৭ চার ও ১ ছক্কায়।
এসএন