এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। তার আগে আজ সংবাদ সম্মেলনে আফগান কোচ জনাথন ট্রট টাইগারদের বেশ সমীহ করলেন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মনে করিয়ে দিলেন বড় পরীক্ষার কথা।
বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচ বাঁচা-মরার। আফগানিস্তানের বিপক্ষে হারলে এখানেই আসর শেষ হবে বাংলাদেশের।আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য।
বাংলাদেশ ম্যাচ নিয়ে ট্রট বলেন, 'বাংলাদেশ দলে সবসময় কজন ম্যাচ উইনার থাকে। তাই আগামীকাল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে। বিরতির পর আমরা মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে আছি। এখানে তো অনেক গরম। আমার জন্য এটা ব্যাটারি রিচার্জ করে আবার মাঠে নামা। আগামীকাল জিতলে পরের ধাপ অনেকটা নিশ্চিত হয়ে যাবে।'
বাংলাদেশের সাথে ভালো লড়াইয়ের আশা ট্রটের, 'টুর্নামেন্টের শুরুতে সবাই একটু নার্ভাস থাকে। তাই জয় দিয়ে শুরু করাটা দারুণ ব্যাপার। প্রথম ম্যাচের পর বিরতি পেয়েছি। তবে তার আগে টানা ক্রিকেটের মধ্যে ছিলাম। ১২ দিনে ৬টি ম্যাচ খেলেছি। তাই বিরতি পেয়ে ভালো লাগছে, ফ্রেশ হয়ে আবারো মাঠে নামব। বাংলাদেশের বিপক্ষে কাল বিগ গেম। সাম্প্রতিক কয়েক বছরে ওদের বিপক্ষে কিছু ম্যাচ খেলা হয়েছে আমাদের। এবং লড়াইটা দারুণ হয়েছে। তাই মুখিয়ে আছি এবং জয়ের দেখা পাব বলে আশা করছি।'
সব ফরম্যাটেই বাংলাদেশকে হারানোর স্বাদ পেয়েছে আফগানিস্তান। তাই বেশ আত্মবিশ্বাসী ট্রট। তিনি বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর ওদের টেস্টে হারিয়েছি, ওয়ানডে সিরিজে হারিয়েছি তাও ওদের দেশে যেখানে সবাই জানেন ওরা দেশে অনেক শক্তিশালী। সেন্ট ভিনসেন্টে ওদের হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছি। ম্যাচটা ঐতিহাসিক, টাইট গেম ছিল। আফগানিস্তানের যাত্রাটা ঠিক পথেই এগোচ্ছে। তারা নতুন উচ্চতায় পৌঁছাতে চায়।'
এসএস/এসএন