সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশি নাগরিকরা আটক হন। তাদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মো. শারীন সানা, তার স্ত্রী নিলুফা ও কন্যা শাহিনা সুলতানা, একই উপজেলার নওয়াবেকি গ্রামের মিস সুরাইয়া ইয়াসমিন, মোছা. রাবিয়া বেগম, বড়কুপট গ্রামের জাহাঙ্গীর আলম, লিপিকা খাতুন, নাজমা খাতুন, জিম তরফদার, বয়ারসিং গ্রামের মোছা. ফারহানা আক্তার ও তার ছেলে ফারহান ঢালী, উত্তর আটুলিয়া গ্রামের সেমিনা খাতুন, আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন ও রিয়াদ হাসান এবং সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফুলমতি খাতুন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিএসএফের হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকদের সাধারণ ডায়েরির মাধ্যমে সাতক্ষীরা সদর থানার জিম্মায় দিয়েছে বিজিবি। এসব বাংলাদেশি নাগরিকদের ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিএ/টিএ