চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাকসু ও হল সংসদ নির্বাচনের বাইরে অনুষ্ঠিত হবে 'হোস্টেল সংসদ' নির্বাচনও। হোস্টেলটির নাম 'শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল'।
সোমবার (১৫ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৪টি হল সংসদ নির্বাচনের পাশাপাশি নতুন করে ১টি হোস্টেল সংসদ নির্বাচনের আয়োজনের জন্য ভিসি স্যার আজ অনুমোদন প্রদান করেছেন। হোস্টেলের নাম 'শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল'। হোস্টেলটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগে অবস্থিত। যা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল।’
এই সংসদে মোট পদ থাকবে ১২টি। এরমধ্যে নির্বাচন হবে ১০টি পদে। পদগুলো হলো- ১। সভাপতি, ২। কোশাধ্যক্ষ, ৩। সহ-সভাপতি, ৪। সাধারণ সম্পাদক, ৫। যুগ্ম-সাধারণ সম্পাদক, ৬। খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক, ৭। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৮। দফতর সম্পাদক, ৯। স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, ১০।
সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, ১১। নির্বাহী সদস্য- ২ টি পদ।
এদিকে, রোববার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে চাকসুর মনোনয়নপত্র বিতরণ। দুই দিনে মোট ১৬৯ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম নিয়েছেন ৯৭ জন। ছাত্র হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম নিয়েছেন ২৬ জন ও ছাত্রী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম নিয়েছেন ৪৬ জন।
যাচাই-বাছাই শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এছাড়া প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএ/টিএ