চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ কেজি ওজনের প্রায় তিন টন মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
জরিমানা হওয়া সোহেল বেপারী গোবিন্দপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। তিনি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দণ্ডপ্রাপ্ত দোকান মালিক সাইফুল ইসলাম একই গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দোকান মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীর সম্পৃক্ততা উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাকে উপজেলা কার্যালয়ে ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে দোকান মালিক সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চাল ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ। তা দোকানে কীভাবে এলো, সেটি বড় প্রশ্ন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়েছেন তারা।
পিএ/টিএ