মগের মুল্লুকের মতো মবের মুল্লুক নামে আরো একটি কুখ্যাত বাগধারার কবলে পড়েছে দেশ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
রনি বলেন, ‘মগের মুল্লুকের কোনো জনকের নাম আমরা না জানলেও মবের মুল্লুকের জনকের নাম জানবে না এমন লোক আগামীতে খুঁজে পাওয়া যাবে না!’
উল্লেখ্য, ‘মগের মুল্লুক’ একটি বাংলা বাগধারা যার অর্থ অরাজক বা বিশৃঙ্খল অবস্থা, যেখানে কেউ কারো নিয়ম মানে না। এই বাগধারাটির উৎপত্তি হয়েছে অতীতে মগ জলদস্যুদের অত্যাচারে সৃষ্টি হওয়া অরাজক পরিস্থিতি থেকে, যেখানে তাদের দস্যুতা ও লুটতরাজ চলত এবং কেউ কারো তোয়াক্কা করত না।’
কেএন/টিকে