ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিষ্কার অবস্থান দাবি করেছেন।
জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করার আগে আমি নিশ্চিত হতে চাই, সমস্ত চুক্তিগুলো প্রস্তুত আছে। আমি এমন একটি দলিল চাই যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সব মিত্র দেশের সমর্থন পাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সম্ভব করতে হলে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পরিষ্কার অবস্থান দরকার।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার বরাত এ খবর জানিয়েছে বার্তাংস্থা আনাদোলু এজেন্সি।
ব্রিটেনে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের প্রেক্ষিতে জেলেনস্কি আশা প্রকাশ করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে নিয়ে একটি নির্দিষ্ট আলোচনা করতে পারবেন।
রাশিয়ান তেল কেনা বন্ধে ট্রাম্পের আহ্বানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে জেলেনস্কি বলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। তিনি আশা করেন, ট্রাম্প ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেন।
জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত, রাশিয়ার অর্থনীতিকে আঘাত করতে পারে যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা দিতে সক্ষম। তাছাড়া, ট্রাম্পের যথেষ্ট রাজনৈতিক প্রভাব আছে যাতে পুতিন তার থেকে ভয় পায়।’
রাশিয়ার উপর ইউরোপের ১৮টি নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন শুধুই দরকার যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নিষেধাজ্ঞা প্যাকেজ।’
তিনি জানান, ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য তিনি (জেলেনস্কি) প্রস্তুত থাকলেও, মস্কোতে পুতিনের সঙ্গে একান্ত সাক্ষাতে রাজি নন।
গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন সম্মেলন নিয়ে মন্তব্য করে জেলেনস্কি বলেন, ওই বৈঠকে পুতিন অনেক কিছু পেয়েছেন কিন্তু বিনিময়ে কিছু দেননি।
তিনি বলেন, ‘যদি বৈঠকটি ত্রিপাক্ষিক হতো, তাহলে কিছু ফলাফল আসতে পারতো।’
এছাড়াও, তিনি সাম্প্রতিক সময়ে পোল্যান্ড ও রোমানিয়ায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনা উল্লেখ করে বলেন, রাশিয়া আসলে ন্যাটোকে পরীক্ষা করছে। কূটনৈতিক ও রাজনৈতিকভাবে জোট কতটা প্রস্তুত, এবং স্থানীয় জনগণের প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখতে চায়।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর