ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সৌদি আরবে গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। সৌদির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আঞ্চলিক দুই পরাশক্তির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এমন সময় সৌদিতে গেছেন আলী লারিজানি। এরআগে সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিন বিন সালমান তেহরান সফর করেছিলেন।
বার্তাসংস্থাটি জানিয়েছে, লারিজানির সঙ্গে এ সফরে রয়েছেন নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আলী বাক।
এ সফরে তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনার পাশাপাশি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।
এর আগে লারিজানি গত আগস্টে ইরাক ও লেবানন সফর করেছিলেন। আন্তর্জাতিক সফরে অংশ হিসেবে এবার তিনি গেছেন রিয়াদে।
২০১৬ সালে নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব ও ইরান। এরপর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের ১০ই মার্চ দুই দেশ আবারও সম্পর্ক পুনর্স্থাপন করেছিল।
সূত্র: ইরনা
এমআর