পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ দোহায় অনুষ্ঠিত জরুরি আরব–ইসলামী শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন। সম্মেলনটি কাতারে সম্প্রতি ইসরায়েলের হামলার পর আহ্বান করা হয়।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও উপস্থিত ছিলেন।
৯ সেপ্টেম্বর দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান শেহবাজ শরিফ, যে হামলায় বেসামরিক লোকজন নিহত ও আহত হন। তিনি এটিকে কাতারের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন হিসেবে বর্ণনা করে কাতারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন।
শেহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সম্মেলন আহ্বানের জন্য কাতারকে ধন্যবাদ জানান। তিনি আরও স্মরণ করিয়ে দেন, কাতারের অনুরোধে পাকিস্তান জরুরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন আহ্বানের দাবি করেছিল।
কাতারের আমির প্রধানমন্ত্রীকে সম্মেলনে যোগদান ও ১২ সেপ্টেম্বর দোহা সফর করে সংহতি প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।
উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।
এমআর