ইসরায়েলের সঙ্গে ১ বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

ইসরায়েলবিরোধী পদক্ষেপ হিসেবে স্পেন প্রায় এক বিলিয়ন ইউরো (১.১৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘোষিত নতুন পদক্ষেপের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্ত অবস্থান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি সূত্র উদ্ধৃত করে আরটি এ খবর জানিয়েছে।

এই পদক্ষেপটি আসে সানচেজের গত সপ্তাহের ঘোষণার পর, যেখানে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে দেশটির সঙ্গে অস্ত্র কেনাবেচায় স্থায়ী নিষেধাজ্ঞা আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ৭০০ মিলিয়ন ইউরো (৮২৬ মিলিয়ন ডলার) মূল্যের ১২টি এসআইল্যাম রকেট লঞ্চার এবং ২৮৭.৫ মিলিয়ন ইউরো (৩৩৯ মিলিয়ন ডলার) মূল্যের ১৬৮টি স্পাইক এল. আর. অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করেছে।

ইএফই সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলের এলবিট পিইউএল প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এসআইল্যাম সিস্টেমগুলো একটি স্প্যানিশ কনসোর্টিয়ামের মাধ্যমে উৎপাদিত হওয়ার কথা ছিল। বাতিলকরণ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। ধারণা করা হচ্ছে, মাদ্রিদ ইসরায়েলের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগতভাবে সম্পৃক্ততা কমিয়ে বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইসরায়েল গাজা সিটিতে বড় ধরনের অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য হামাসের শেষ প্রধান ঘাঁটি দখল করা। গত মাসে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট পরিকল্পনাটি অনুমোদন করে, যাতে শহরটিকে তারা দখলে নিতে পারে এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়।

ইউরোপে ইসরায়েলের অন্যতম কড়া সমালোচক সানচেজ গাজায় “নৃশংসতা ও গণহত্যা” চালানোর অভিযোগ তুলেছেন। স্পেনের “সহযোগিতা” বন্ধ করতে তিনি নয় দফা পদক্ষেপ ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে স্থায়ী অস্ত্র নিষেধাজ্ঞা, উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রীদের প্রবেশ নিষেধাজ্ঞা, সামরিক সহযোগিতা স্থগিতকরণ, দখলদারিত্ব এলাকাগুলো থেকে আমদানি সীমিত করা এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি।

ইতোমধ্যেই ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত বা সীমিত করেছে। ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জাপান ও স্লোভেনিয়া আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে, জার্মানি ঘোষণা করেছে যে, গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন কোনো রপ্তানির অনুমোদন তারা আর দেবে না।

এদিকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন মঙ্গলবার বলেছে, ইসরায়েলের অভিযানে গণহত্যার উপাদান রয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্য ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও একটি পৃথক গণহত্যা মামলার মুখোমুখি।

গাজার যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি জিম্মি করে। এরপর থেকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আরটি

এমআর 

Share this news on:

সর্বশেষ

img

শিক্ষা উপদেষ্টা

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ Sep 17, 2025
img
বাংলাদেশ-কুয়েত বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বৈঠক অনুষ্ঠিত Sep 17, 2025
img
গাজায় ভয়াবহ হামলা, আশ্রয়ের খোঁজে শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি Sep 17, 2025
img
বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ২৫তম Sep 17, 2025
পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশেও জনপ্রিয় - কে এই হানিয়া আমির? Sep 17, 2025
img
এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া Sep 17, 2025
img
মেসির গোলে স্বস্তির জয় ইন্টার মায়ামির Sep 17, 2025
img
দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ফারুক ই আজম Sep 17, 2025
img
টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা Sep 17, 2025
img
টেকনাফে দেড় লাখ মাদকসহ ৩ জন গ্রেপ্তার Sep 17, 2025
img
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা Sep 17, 2025
img
বাংলাদেশ পুলিশকে কম্পিউটার উপহার দিল চীনা দূতাবাস Sep 17, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে ২০০ জয়ের ইতিহাস গড়লো রিয়াল Sep 17, 2025
ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর Sep 17, 2025
মন্ত্রী-এমপিদের স্বার্থে বন উজাড়, কড়া সমালোচ'না উপদেষ্টা রিজওয়ানার Sep 17, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 17, 2025
img
৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বরুশিয়ার জয় রুখে দিল জুভেন্টাস Sep 17, 2025
img
জেনে নিন, দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Sep 17, 2025
img
আত্মঘাতী গোলে জয় পেল টটেনহ্যাম, আজারবাইজানের ক্লাবের কাছে হারল বেনফিকা Sep 17, 2025
img
গোলাম রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদ খাঁনের প্রতিক্রিয়া Sep 17, 2025