জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আমাদের দাবিটা শুরু থেকেই ছিল গণপরিষদ নির্বাচন। পৃথিবীব্যাপী সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা এই মুহূর্তে ঐকমত্য কমিশনের যে আলোচনা সেখানে ফোকাস করছি।’
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘নতুন গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। এই সংবিধান দিয়ে আর হবে না। সেটা বানানোর পৃথিবীব্যাপী সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন এটার জন্য আমরা সারা দেশে ক্যাম্পেইন করা, উঠান বৈঠক করা এবং গ্রাম পর্যায় পর্যন্ত মানুষকে ধারণাটা বোঝানো এবং মানুষ তো বোঝে যে নতুন সংবিধান বাংলাদেশে লাগবে।
কিন্তু এটার পদ্ধতি যে গণপরিষদ সেই কথাটা নিয়ে আমরা গ্রাম পর্যায়ে যাচ্ছি। উঠান বৈঠক করছি।’
তুষার আরো বলেন, ‘আমরা মহানগর মহল্লা পর্যায়ে কমিটি দেব। প্রোগ্রাম দেব, কর্মসূচি দেব।
এগুলো আমাদের চলতে থাকবে। এর মধ্য দিয়ে যদি আমাদের একেবারে ন্যাশনাল অল আউট কোনো মুভমেন্টে যেতে হয় সেটা আমরা ভেবে দেখব।’
পিএ/এসএন