সংবিধান পরিবর্তন করতে গেলে নির্বাচন পেছানোর কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আমাদের একটা সিরিয়াস কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে। যেটা আমাদেরকে ৮-১০ বছর পর পর ভোগায়। আমরা যদি এই সাংবিধানিক ক্রাইসিসের সমাধান না করি তাহলে আবারও গণ-ভুত্থানের মত পরিস্থিতি হবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপাস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারোয়ার তুষার।
'পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে সংবিধান বদলাতে না দিলে আবার গণঅভ্যুত্থান ঘটবে' সারোয়ার তুষারের এই বক্তব্য সম্পর্কে জানতে চান উপাস্থাপক। এর প্রেক্ষিতে তিনি বলেন, আমরা সংবিধান পরিবর্তন করতে চাই, নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের কথা বলেছি। মূলত পক্ষে এই সংবিধানের মেজর রিফর্ম।
এইটা আমরা আজকে নতুন বলছি না। জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের এটা কনসিস্টেন্ট পজিশন।
এনসিপির এই নেতা আরো বলেন, স্টেবিলিটির জন্যই বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই এবারই কনস্টিটিউশনাল ক্রাইসিসটা সেরে ফেলা দরকার। এরপরেও সরকার হবে।
ওই সরকারের অনেক সমস্যা থাকবে। এরপরেও দুর্নীতি হতে পারে। যদি নেপালের মতো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে। সব হবে। কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসটা বারবার হবে না।
আমাদের এটা সেটেল করে ফেলতে হবে।
তিনি আরো বলেন, সংবিধান পরিবর্তন করতে গেলে তো নির্বাচন পেছানোর কোনো দরকার নাই। ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরেই কিন্তু আমরা এ কথাটা বলছি।
পিএ/এসএন