সম্পর্ক জোরদারে সৌদি সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরব সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা।

সফরকালে প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে।

দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ও করবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরের মাধ্যমে নানা খাতে সহযোগিতা চূড়ান্ত হতে পারে, যা উভয় দেশের দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এ সফর দুই নেতার জন্য এই বিশেষ অংশীদারিত্বকে আরও সুসংহত করার পাশাপাশি জনগণের কল্যাণে নতুন সহযোগিতার পথ খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ এই সপ্তাহে কাতারে জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। সম্মেলনটি দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার পর আহ্বান করা হয়।

হামাস জানিয়েছে, মঙ্গলবার দোহায় সংগঠনটির কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শীর্ষ আলোচকের ছেলে ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

কর্মকর্তারা বৈঠককে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। এ সময় দুই নেতা ইসরায়েলের আগ্রাসনের পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “এটি ছিল মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা ভণ্ডুল করার ইসরায়েলের সুপরিকল্পিত চেষ্টা।” তিনি এ হামলার নিন্দা জানান।

শেহবাজ মোহাম্মদ বিন সালমানের “দূরদর্শী ও সাহসী নেতৃত্বে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার ভূমিকা”র প্রশংসা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ (যেখানে পাকিস্তান বর্তমানে অস্থায়ী সদস্য) বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে, বিশেষ করে ওআইসিতে, পাকিস্তানের পূর্ণাঙ্গ কূটনৈতিক সমর্থনের আশ্বাস দেন।

গত মাসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২১তম বিশেষ অধিবেশনে অংশ নিতে সৌদি আরব সফর করেছিলেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধোনিকে ছাড়িয়ে নতুন ইতিহাস, প্রথম ট্রফি জেতালেন ইশান Dec 20, 2025
img
জাতীয় পার্টির চেয়ারম্যানের চট্টগ্রামের বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে : গভর্নর Dec 20, 2025
img
ভারত ম্যাচে দেরি, বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা Dec 20, 2025
img
বিটিভির মহাপরিচালকের বাসভবনে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ম্যান ইউনাইটেড ছাড়েননি ব্রুনো Dec 20, 2025
img
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সূচি প্রকাশ Dec 20, 2025
img
‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’-জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ Dec 20, 2025
img
বাসার গেটে পুলিশ, ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার Dec 20, 2025
img
ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে ওঠার আহ্বান বিজেপির! Dec 20, 2025
img
যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদের পদত্যাগ Dec 20, 2025
img
পুরোনো একটি চিহ্নিত মহল দেশকে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় : মির্জা ফখরুল Dec 20, 2025
img
ভারত আর আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায় : হাদির বোন মাসুমা Dec 20, 2025
img
আইনজীবী আলিফ হত্যায় সাদা টি-শার্ট পরে অংশ নেওয়া সুকান্ত গ্রেপ্তার Dec 20, 2025
img
ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা Dec 20, 2025
img
হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয় : তাসনিম জারা Dec 20, 2025
img
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত Dec 19, 2025
img
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু Dec 19, 2025
img
সকালে ফোন দেখেন না কারিনা! প্রথম চুমুক দেন কোন পানীয়তে? Dec 19, 2025