অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের, নেই স্যান্টনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তার অবর্তমানে এই সিরিজে কিউইদের ১৪ সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। ইনজুরি কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন পেসার জুটি কাইল জেমিসন এবং বেন সিয়ার্স। তবে, ইনজুরির কারণে ছিটকে গেছেন লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে।

গতমাসে স্যান্টনারের তলপেটের অস্ত্রোপচার করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠে মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১,৩ ও ৪ অক্টোবরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার ব্যাপারে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত তা পারছেন না।

স্যান্টনার ছিটকে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, 'নিজেদের অধিনায়ককে হারানো কখনোই ভালো লাগে না। তবে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। আর মাইকেল ইতোমধ্যেই এই দলের অধিনায়কত্ব করেছে এবং পাকিস্তানের বিপক্ষে দারুণ কাজ করেছে। তাই আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে সে দলকে ভালোভাবে নেতৃত্ব দেবে।'



ফার্গুসন ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে, আর মিলনে পড়েছেন পায়ের ইনজুরিতে। উইল ও'রুর্কে (পিঠের), গ্লেন ফিলিপস (কুচকি) এবং ফিন অ্যালেন (পা) আগেই ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া ঘরের মাঠে মৌসুমের প্রথম সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। আশা করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
 
জিম্বাবুয়েতে জুলাই মাসে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ মিস করা জেমিসন ও সিয়ার্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেমিসন সফরটি মিস করেছিলেন তার প্রথম সন্তানের জন্মের কারণে, আর সিয়ার্স ছিটকে গিয়েছিলেন পাঁজরের ইনজুরিতে। সিয়ার্সকে সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেয়ে খুশি হয়েছেন ওয়াল্টার।

তিনি বলেন, 'শেষ ১২ সপ্তাহে সে অবিশ্বাস্য পরিশ্রম করেছে মাঠে ফেরার জন্য এবং সেখানে দুর্দান্ত কাজ করেছে। তাই তাকে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে পেতে আমরা উত্তেজিত। আমরা ফাস্ট বোলারদের একটি বড় তালিকা তৈরি করছি, কারণ আমরা বুঝতে পারি যে এখন সূচি খুব ব্যস্ত, কিন্তু ফাস্ট বোলিং ভালো পারফরম্যান্সের জন্য একটি প্রধান শর্ত। তাই আমরা নিশ্চিত করতে চাই যে যত বেশি সম্ভব বিকল্প আমাদের হাতে থাকে।'

স্যান্টনারের অনুপস্থিতির কারণে ছোট স্কোয়াডে লেগ-স্পিনার ঈশ সোধিকে রাখা হয়েছে। সোধি জিম্বাবুয়েতে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলেছিলেন এবং ফাইনালে খেলতে পারেননি, যদিও সেই দুটি ম্যাচে যথাক্রমে ২/৩৪ এবং ৪/১২ নিয়েছিলেন। দলে জায়গা ধরে রেখেছেন ডেভন কনওয়ে।

অস্ট্রেলিয়া সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, টিম রবিনসন, বেন সিয়ার্স ও ঈশ সোধি। 

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা Sep 17, 2025
img
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 17, 2025
img
জামায়াত তার কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাইছে না : মোস্তফা ফিরোজ Sep 17, 2025
img
অন্তবর্তীকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্র : এনায়েত করিম চৌধুরী ৫ দিনের রিমান্ডে Sep 17, 2025
img
রংপুরে আত্মগোপনে থাকা আ. লীগ নেতা গ্রেপ্তার Sep 17, 2025
img
২ শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক Sep 17, 2025
img
পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’ : রিজভী Sep 17, 2025
img
মোদির সুস্থতা-দীর্ঘায়ু কামনা করছেন শাহরুখ-আমিররা Sep 17, 2025
img
দাপটে নেই দ্য বেঙ্গল ফাইলস, ১২ দিনে আয় ১৫ কোটি রুপি! Sep 17, 2025
img
টিভি টকশোতে সূর্যকুমারকে ‘শূকর’ বলে বিতর্কে পাকিস্তানি কিংবদন্তি Sep 17, 2025
img
ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের মুখোমুখি : জরিপ Sep 17, 2025
img
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মাস্তানতুয়োনো Sep 17, 2025
img
শাহরুখ খান শুধু অভিনয়ে নয়, মেধাতেও ছিলেন সেরা! Sep 17, 2025
img
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল Sep 17, 2025
img
মোহাম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন ভারতের সাবেক অলরাউন্ডার মদন লাল Sep 17, 2025
img
কেন চার্লি কার্ককে খুন, প্রেমিকাকে গোপন বার্তায় জানালেন অভিযুক্ত রবিনসন Sep 17, 2025
img
প্লট বরাদ্দ দুর্নীতিতে পরিবারসহ হাসিনার বিরুদ্ধে ৩ মামলায় ৫ জনের সাক্ষ্য Sep 17, 2025
img
ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণে প্রাণ গেল ১৫ জনের Sep 17, 2025
img

জেরায় স্টেট ডিফেন্স আইনজীবীর দাবি

শেখ হাসিনার আমলে কোনো দুর্নীতি-হত্যাকাণ্ড ঘটেনি Sep 17, 2025
img
বিরূপ মনোভাব থাকায় সাক্ষ্য দেন মাহমুদুর রহমান: শেখ হাসিনার আইনজীবী Sep 17, 2025