প্রতিভার কমতি নেই সাইয়ুম আইয়ুবের। উদীয়মান ব্যাটারদের মধ্যে অন্যতম প্রতিভা ধরা হয় তাকে। তবে সেই প্রতিভার ছাপ এশিয়া কাপে রাখতে পারেননি পাকিস্তানের বাঁহাতি ওপেনার। ভুল জায়গায় ‘প্রতিভা’ দেখিয়েছেন
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পেয়ে বিব্রতকর রেকর্ড গড়েছেন সাইম। এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ ৩বার ডাক মারার রেকর্ড গড়েছেন তিনি। ব্যাটিংয়ে দারুণ কিছু করে দলকে সহায়তা করার বিপরীতে টানা হ্যাটট্রিক ডাক মেরে পাকিস্তানকে বিপদেই ফেলেছেন। আজকে দুই বলে ডাক মারলেও আগের দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি।
এবি/টিএ