বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না বলে সেটা কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং যে ফ্যাসিবাদী মানসিকতা। তারা সে চরিত্র ফুটিয়ে তুলছে।
তিনি বলেন, এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে, এমন মানসিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এই সরকারের।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর