২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে পেনাল্টি কিকের ক্ষেত্রে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। শট নেওয়ার সময় পিছলে গিয়ে আলভারেজ অনিচ্ছাকৃতভাবে বল দুইবার স্পর্শ করেছিলেন।
গোল হলেও ভিএআর তা বাতিল করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে গোল বাতিল হবে না, বরং পেনাল্টি পুনরায় নেওয়া হবে। এ ছাড়া গোলকিপারদের সময় নষ্ট করা রোধেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। এখন থেকে কোনো গোলরক্ষক সর্বোচ্চ আট সেকেন্ড বল হাতে রাখতে পারবেন।