বাংলাদেশের মানবাধিকার প্রচেষ্টার প্রশংসা ইইউর প্রতিনিধিদলের

বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের মানবাধিকার উপকমিটির প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ সন্তুষ্টি প্রকাশ করেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধিদলকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন, যা মৌলিক অধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে দেশীয় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হ‌য়ে‌ছে।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ মানবাধিকার দলিলগুলিতে সাম্প্রতিক প্রবেশাধিকার, যার মধ্যে রয়েছে জোরপূর্বক গুম সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন এবং নির্যাতন বিরোধী কনভেনশনে বাংলা‌দে‌শের যুক্ত হওয়া।

উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আসন্ন সাধারণ নির্বাচনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের চলমান প্রচেষ্টার কথা তু‌লে ধ‌রেন। বাংলাদেশের নির্বাচন কমিশনকে ইইউর সমর্থনের কথা স্বীকার করার পাশাপাশি তিনি বাংলাদেশে ইইউ-এর প্রাক-নির্বাচন অনুসন্ধান মিশনের আসন্ন সফরকে উষ্ণ স্বাগত জানান।
 
ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদল বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অগ্রগতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রশংসা করেন। তারা বর্তমান মানবাধিকার পরিবেশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সরকারের অব্যাহত সম্পৃক্ততা, সংলাপের জন্য উন্মুক্ততা এবং ভোটদানের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রশংসা করেন।

প্রতিনিধিদলের প্রধান জানান, ইইউ বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন অব্যাহত রাখবে। তি‌নি ব‌লেন, বিশ্বজুড়ে গণতন্ত্র পিছিয়ে পড়ছে। তবে অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সঠিক পথে এগিয়ে চলেছে।

প্রতিনিধিদলের প্রধান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক সহায়তা প্রদানের জন্য সরকারের টেকসই প্রচেষ্টার প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উপর বিশ্বব্যাপী দৃষ্টি নিবদ্ধ রাখার ক্ষেত্রে ইইউ নেতৃত্বের অব্যাহত গুরুত্বের উপর জোর দেন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য চলমান সাহায্যের ঘাটতি পূরণের আহ্বান জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন সহজতর করার জন্য ইইউর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশের অনুরোধ পুনর্ব্যক্ত করেন। 

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৭ কলেজ ইস্যুতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা Sep 18, 2025
img
দেশের মিডিয়া এখনও নিয়ন্ত্রিত : নাহিদ ইসলাম Sep 18, 2025
img
আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল: নাহিদ ইসলাম Sep 18, 2025
img
ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড Sep 18, 2025
img
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি Sep 18, 2025
img
ঢাকায় ফ্রান্স চালু করল অত্যাধুনিক ভিসা সেবা কেন্দ্র Sep 18, 2025
img
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর অচল : নিলোফার মনি Sep 18, 2025
img
চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল Sep 18, 2025
img
ফিরেছে নেহাল, স্কোয়াডে নেই আরিফিন Sep 18, 2025
img
সৌদির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নয়, প্রধান সঙ্গী এখন পাকিস্তান Sep 18, 2025
img
দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের গোপন মিশন : রনি Sep 18, 2025
img
পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে ভারতের বার্তা Sep 18, 2025
img
কলকাতার বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশি ইলিশ Sep 18, 2025
img
কথা রাখলেন যোগী আদিত্যনাথ, দিশার বাড়িতে হামলাকারী ২ জন নিহত Sep 18, 2025
img
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ Sep 18, 2025
img
গ্রামে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখা উচিৎ : আরশ খান Sep 18, 2025
img
কষ্টার্জিত জয়ে আমিরাতকে হারিয়ে আবারও পাকিস্তান অধিনায়কের হুঙ্কার Sep 18, 2025
img
শেখ হাসিনাসহ অভিযুক্তদের শাস্তি চাইলেন নাহিদ Sep 18, 2025
img
অবশেষে বাংলাদেশে চালু হচ্ছে এইচবিও ম্যাক্স Sep 18, 2025
img
পুরস্কার পেতে ৩০ হাজার টাকা দেন কথিত মডেলরা: ওমর সানী Sep 18, 2025