শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিউজওয়্যার নিশ্চিত করেছে। বাবা যেদিন মারা গেছেন ছেলে দুনিথ মেঠে নেমেছিলেন লঙ্কানদের হয়ে এশিয়া কাপের ম্যাচে।
আগে ব্যাট করে এই ম্যাচে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। সেই লক্ষ্য ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। যদিও এদিন বল হাতে বেশ খরুচে ছিলেন ওয়েলালাগে।
ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে টানা চার ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ নবি। শেষ ওভারে ৩২ রান তুলে নিয়ে আফগানিস্তান ১৬৯ রান সংগ্রহ করে।
নবি অপরাজিত থাকেন ২২ বলে ৫৯ রান করে শেষ বলে আউট হয়েছেন। ওয়েলালাগে ৪ ওভারে ৪৯ রানে ১টি উইকেট শিকার করেছিলেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাদের একজন হিসেবে গণ্য করা হয়।
ইউটি/টিএ