রাজধানীতে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

দেশি-বিদেশি ভ্রমণ আয়োজকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। তিন দিনব্যাপী এই মেলায় ১৮০টি স্টলে দেশি-বিদেশি পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও বিদেশি দূতাবাস ও মিশন অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ফাতিমা রহিম ভিনা, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আশরাফুল আলম এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ।

মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফল ড্রতে থাকছে বিমানের টিকিটসহ আকর্ষণীয় গিফট ভাউচার। তবে অনলাইন নিবন্ধন করলে প্রবেশে কোনো ফি লাগছে না। মেলাটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যাগাজিন 'পর্যটন বিচিত্রা' ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করছে। এই মেলাটিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন সক্রিয়ভাবে এ মেলায় অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে। এ মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা থাকতে হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের (এটিএফ ঢাকা) চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে দেশ ও বিদেশে ভ্রমণের সব আয়োজনে 'এশিয়ান ট্যুরিজম ফেয়ার' অনন্য ভূমিকা পালন করবে। পর্যটন শিল্পের সব গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টসহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতিশীলতা আনার লক্ষে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই মেলা সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

এবারের মেলার অংশ হিসেবে একইসঙ্গে অনুষ্ঠিত হবে 'বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ'। পর্যটন শিল্পে আসন্ন প্রকল্পগুলোর প্রদর্শনী ও স্থানীয় বিনিয়োগের সুযোগ মেলার মাধ্যমে উপস্থাপন করা হবে।

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, প্রাইম পার্টনার কান্ট্রি নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে আছে কনভয় সার্ভিস, আইসিটি পার্টনার এম৩৬০, মেলার অফিসিয়াল পাবলিকেশন দ্য ট্রাভেল বাউন্ড, ক্রুজ পার্টনার হিসেবে আছে ঢাকা ডিনার ক্রুজ।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের Dec 29, 2025
শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলে শক্তি প্রয়োগ করবে রাশিয়া Dec 29, 2025
সাইবার অপরাধ রুখতে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ Dec 29, 2025
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং তালিকায় মেসি, নেই রোনালদো Dec 29, 2025
মোদিকে ছে-ড়ে মমতার দলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র Dec 29, 2025
img
যেখানে জাপা প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেয়া যেতে পারে : জিএম কাদের Dec 29, 2025
img
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল জামায়াত নেতা Dec 29, 2025
img
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার Dec 29, 2025
img
চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত টিকিট পেলেন গোলাম আকবর Dec 29, 2025
img
সিদ্ধিরগঞ্জে-টঙ্গীতে মহাসড়ক অবরোধ Dec 29, 2025
img
প্রথমদিন অফিস করলেন তারেক রহমান Dec 29, 2025
img
ভোটার নয় এমন কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না Dec 29, 2025
img
এটাই এনসিপির রাজনীতি, এতদিন নাটক করেছে : মাসুদ কামাল Dec 29, 2025
img
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান : পেজেশকিয়ান Dec 29, 2025
img
ফ্যাশন ও ফিটনেসের নতুন চেহারায় জাহ্নবীর আবির্ভাব Dec 29, 2025
img
সড়ক ও ভবনের নির্মাণকাজে ঘুষ-অনিয়ম, তিন জেলায় দুদকের অভিযান Dec 29, 2025
img
কুষ্টিয়া সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশব্যাক Dec 29, 2025
img
ভাগ্যশ্রী বোরসে ২০২৬-এ ‘লেনিন’ নিয়ে শক্তিশালী কমব্যাকের প্রস্তুতিতে Dec 29, 2025
img
এনসিপির কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৭ আসনের সম্ভাব্য প্রার্থী Dec 29, 2025