রাজধানীর বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সিমেন্ট বোঝাই একটি ভ্যানে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি বগি লাইনচ্যুত হয়। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএনের বিপরীত পাশে ৪নং লাইনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের মাথায় জামতলা রেলগেইট ক্রসিংয়ে একটি সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন থেকে পিছনের ৪নং বগি লাইনচ্যূত হয়।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মেরামতের কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
এমকে/এসএন