দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ‘যখনই আপনাদের পূজা আসে তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। সোসাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানো হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জঙ্গি হামলার অপপ্রচার চালানো হতো।’
বাংলাদেশে কোনো জঙ্গ নেই দাবি করে দুলু বলেন, ‘অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করা হয়।
তারেক রহমান আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আপনাদের জানমাল রক্ষা করবে বিএনপি।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় পূজা পরিষদ নেতাসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
ইএ/টিকে