শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া উদীয়মান তারকা দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক আবেগঘন বার্তায় জয়সুরিয়া বলেন, 'আমি গভীরভাবে শোকাহত মি. সুরাঙ্গা ওয়েল্লালাগের মৃত্যুতে—তিনি ছিলেন একজন বাবা, একজন ক্রিকেটার এবং এমন একজন মানুষ যিনি এমন এক ছেলেকে গড়ে তুলেছেন, যার জন্য পুরো জাতি গর্বিত।'
দুনিথকে উদ্দেশ্য করে তিনি আরো লিখেছেন, 'তোমার বাবা নিজেও ক্রিকেটার ছিলেন এবং তিনি নিশ্চয়ই তোমার জন্য গর্ববোধ করতেন। তাঁর মূল্যবোধ, খেলাটির প্রতি ভালোবাসা ও মানসিকতা তোমার ভেতরেই বেঁচে আছে।
আমি জানি তুমি দৃঢ়চেতা, এবং সন্দেহ নেই তুমি শ্রীলঙ্কার হয়ে আরও বহু ম্যাচ জিতে তাঁকে গর্বিত করবে।'
জয়সুরিয়া আশ্বাস দিয়ে বলেন, 'এই কঠিন সময়ে মনে রেখো তুমি একা নও। আমি তোমার পাশে থাকব একজন পিতার মতো—তোমাকে পথ দেখাতে, তোমার সঙ্গে দাঁড়াতে এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন দিতে। পুরো দল, পুরো জাতি ও এই খেলার প্রতিটি অনুরাগী তোমার পাশে আছে।
শেষে তিনি যোগ করেন, 'এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, শ্রীলঙ্কানদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়—এটি একটি পরিবার, যা আনন্দে-দুঃখে একসঙ্গে থাকে। তোমার বাবার আত্মা চিরশান্তিতে বিশ্রাম করুক এবং তোমার চারপাশের ভালোবাসা তোমাকে শক্তি দিক।'
এবি/এসএন