মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নির্বাচনের বিরোধিতা করছে: সিপিবি সভাপতি

 প্রতিক্রিয়াশীল, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা উসিলায় নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহ আলম বলেন, সারা পৃথিবীতে আমরা কী দেখছি, পৃথিবী আজ তৃতীয় বিশ্বের দ্বারপ্রান্তে। আমেরিকা আজ ইরাক, লিবিয়া, সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্র করে দিয়েছে। বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়লরা নয়া উপনিবেশ সৃষ্টি করছে বিভিন্ন দেশে।  

তিনি বলেন, আজ সাম্রাজ্যবাদী শক্তি দেশের করিডোর, গভীর সমুদ্রবন্দর ইজারা দিয়ে মিয়ানমারের সঙ্গে করিডোরের মাধ্যমে আমাদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এর মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ আমাদের দেশটাকেও ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়।  

সিপিবি সভাপতি বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তির সৈন্যরা আজ বাংলাদেশে যৌথ মহড়া দিচ্ছে। আমাদের দেশে একটি অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে আমাদের সামনের নির্বাচন হবে কি হবে না, তার যোগসূত্র আছে।

তিনি আরও বলেন, পিআর আমরাও চাই। সিপিবি থেকে আমরাই প্রথম সংখানুপাতিক নির্বাচনের দাবি তুলেছি। আপাতত আমরা পিআরে জোর দিচ্ছি না। পিআর হোক তবে সেটা আগামী দিনের পার্লামেন্টের মধ্য দিয়ে। এখন সংবিধানে পিআর নাই। নির্বাচন কমিশনও সেটা বলছে।  

শাহ আলম বলেন, ১৪, ১৮, ২৪ সালের হাসিনা আমাদের দেশের নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা ওসিলায় নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি দেশে না হয়, তাহলে বাংলাদেশে কোথায় যাবে। মৌলবাদীরা আরও শক্তিশালী হবে। দেশ মৌলবাদী তালিবানি রাষ্ট্রের দিকে চলে যাবে।  

তিনি আরও বলেন, দেশে জামায়াত স্টেট পাওয়ারের মধ্যে আরেকটা পাওয়ার সৃষ্টি করে ফেলেছে। তারা নির্বাচনের বিরোধিতা করে, তাদের যে ক্ষমতা, এখন তারা যেটা উপভোগ করছে। ক্ষমতা উপভোগ করছে কারা, বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখন ক্ষমতার বহু সেন্টার। নির্বাচন যদি না হয়, এই খেলা চলতে থাকবে।  

উদ্বোধনী অধিবেশনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক এম এম আকাশ, প্রেসিডিয়াম সদস্য এন এম রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, কন্ট্রোল কমিশন সদস্য মাহবুব আলম ও কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সায়ীদ।  

সিপিবির এবারের কংগ্রেসের স্লোগান -সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর। ত্রয়োদশ কংগ্রেস চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিন বিকেলে সিপিবির আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন কংগ্রেসে উপস্থিত প্রতিনিধিরা।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দেশজুড়ে এক মাসে ১৮ জেলায় কনসার্ট অ্যাশেজের Nov 05, 2025
img
সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত Nov 05, 2025
img
মামদানিকে শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান Nov 05, 2025
img
প্রতিবাদী ও বুদ্ধিজীবী আলোচনা বিনোদনের আড়ালে: কৌশিক সেন Nov 05, 2025
img
দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে জায়গা পেলেন পান্ত Nov 05, 2025
img
লামিনে ইয়ামাল রিয়ালে মাদ্রিদে খেলার অযোগ্য: ইভান জামোরানো Nov 05, 2025
img
সর্ব মিত্রকে ট্রায়ালে ফেলবেন না : জুমা Nov 05, 2025
img
জাতীয় সংসদের অর্ধেক আসনের দাবি নারী নেত্রীদের Nov 05, 2025
img
জনসমর্থনে শীর্ষ ১০ এর ভিতর না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক রহমান Nov 05, 2025
img
বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন কোচ হান্সি ফ্লিক! Nov 05, 2025
img
কিছুক্ষণ পরই আকাশে দেখা দেবে ‘সুপারমুন’ Nov 05, 2025
img
রিমান্ডে সেই বুয়েট ছাত্র শ্রীশান্ত Nov 05, 2025
img
সার্ভার ত্রুটির কারণে নভেম্বরের এমপিও আবেদনের সময়সীমা বাড়াল মাউশি Nov 05, 2025
img
বরখাস্ত করা হলো পাকা কলা ঘুস নেওয়া সেই কর্মচারীকে Nov 05, 2025
img
দেশে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে তা ‘উদ্বেগজনক’: নজরুল ইসলাম খান Nov 05, 2025
img
আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে: প্রেস সচিব Nov 05, 2025
img
আমি কখনো বলিনি নাটক করব না: তানজিন তিশা Nov 05, 2025
img
গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ Nov 05, 2025
img
এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন Nov 05, 2025
img
মামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন? Nov 05, 2025