প্রশাসনিক কারণে মোহাম্মদপুরে এসিসহ ৩ পুলিশ ক্লোজ

রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান। ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

এই নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে এটা দেখার দায়িত্ব থাকলেও তারা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন।

এ অবস্থায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাদের ক্লোজের আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামকে মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সকাল থেকে বিসিএস পরীক্ষার ডিউটি করেছেন। এরপর তিনি আওয়ামী লীগের মিছিল যাতে না হয় সেটি ঠেকাতে বিকেল ৩টা পর্যন্ত ডিউটি করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারকে জানিয়ে তিনি বাসায় খেতে যান এবং তার বডিগার্ড ও ড্রাইভারকে থানায় খেতে পাঠানো হয়। অন্যদিকে ৮টি পেট্রোল টিমের দুটি টিম পর্যায়ক্রমে দুপুরে খাওয়ার জন্য থানায় আসে। এ সময় আকস্মিকভাবে থানা পরিদর্শনে আসেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি থানায় এসে এসি মোহাম্মদপুর জোনের গাড়ি দেখতে পান এবং ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাওয়া শেষ করেন।

 তিনটি গাড়ি থানায় দেখে তিনি সঙ্গে সঙ্গেই এসি মোহাম্মদপুর জোন, পরিদর্শক অপারেশন এবং ডিউটি অফিসারকে পরিদর্শন বহিতে ক্লোজ করে সংযুক্ত করেন। কিন্তু এ সময় পরিদর্শক অপারেশন থানায় ছিলেন না তখন তিনি বাইরে ডিউটিতে ছিলেন। থানা পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক তদন্ত এবং এসি পেট্রোল ও থানায় ছিলেন। তবে তাদেরকে ক্লোজ করা হয়নি। এই নিয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই থানায় ছিলেন কিন্তু কেন এই তিনজনকে ক্লোজ করা হলো।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর একটি অপরাধ প্রবন এলাকা। আজকে আওয়ামী লীগের মিছিল হওয়ার সম্ভাবনা ছিল এই ঘটনায় সমস্ত ফোর্স এই এলাকায় যাতে কোন মিছিল না হয় সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় কোনো আওয়ামী লীগের মিছিল হয়নি। সারাদিন পর অফিসার ফোর্স ডিউটি করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যায়ক্রমে তাদেরকে খেতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু থানায় খেতে আসায় তাদেরকে ক্লোজ করা হয়েছে। ওই সময় তো থানায় আরও অনেক অফিসার ছিলেন, তাদেরকে তো ক্লোজ করা হয়নি।

 এভাবে করলে তো চাকরি করাটাই মুশকিল। বিষয়টি এমন নয় যে সমস্ত ডিউটি পার্টি থানায় এসে আরাম-আয়েশ করছে বা খাওয়া-দাওয়া করছে। পর্যায়ক্রমে যেভাবে খেতে আসার কথা সেভাবেই আসা হয়েছিল। তবে চাকরি করি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশ আমাদের মানতেই হবে। কিন্তু এভাবে হলে পুলিশের মনবল ভেঙে পড়বে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর পুলিশের মনবল ভেঙে পড়েছে এখন কিছুটা মনোবল নিয়ে তারা কাজ করছে কিন্তু এভাবে করলে তারা তো কাজ করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুরের এসি পরিদর্শক অপারেশন ও একজন সাব ইন্সপেক্টরকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। প্রশাসনিক কারণ কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর বেশি আমার কিছু জানা নেই।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ভিপি নুর Dec 29, 2025
img
ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ Dec 29, 2025
img
২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স Dec 29, 2025
img
নওয়াজউদ্দীন সিদ্দীকীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপস করেননি অভিনেত্রী এলনাজ Dec 29, 2025
img
৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন বাদশা Dec 29, 2025
img
আরশাদ ওয়ার্সিকে দেখে মারিয়ার মা-বাবা কী বলেছিলেন? Dec 29, 2025
img
মঙ্গলবার একদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি Dec 29, 2025
img
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাজিদ, জানালেন ফারাহ Dec 29, 2025
img
ঢাকার বুকে ফিরে এলো হারিয়ে যাওয়া 'কনাই নদী' Dec 29, 2025
img
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
রাতে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে Dec 29, 2025
img
‘তুমি শেখাবে আমাকে’? একটি কথায় বদলে গেল রাজেশ-ডিম্পলের সম্পর্কের সমীকরণ Dec 29, 2025
img
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে Dec 29, 2025
img
ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? Dec 29, 2025
img
কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি Dec 29, 2025
দক্ষিণ আমেরিকা সফরে মায়ামি- পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ম্যাচ Dec 29, 2025
অডিশন ভিডিওতেই আলোচনায় কৃতি Dec 29, 2025
ঝলমলে পোশাকেই যত আলোচনা Dec 29, 2025
img
সিলেটের খুঁটি থেকে গাছের মগডালে ঝুলছে 'অদ্ভুত পোস্টার বয়'! Dec 29, 2025
img
জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে Dec 29, 2025