আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মঞ্জু বলেন, ‘সবার মনে শঙ্কা, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না?’ তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো গেলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে।
বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধকে দুঃখজনক উল্লেখ করে মঞ্জু বলেন, মাত্র সাত বছর আগে তারা দলীয় স্বার্থে একই মার্কা নিয়ে নির্বাচন করেছে, তাই এখন জাতির বৃহত্তর স্বার্থে একজোট ও এক মার্কা নিয়ে নির্বাচন করলে কোনো সমস্যা থাকার কথা নয়। এতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ায় দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে আছে।
তিনি বলেন, আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন এবং তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। দেশের গণতান্ত্রিক অধিকার হরণে যারা ভূমিকা রেখেছে, বিশেষ করে যারা ক্ষমতায় থেকে এই কাজ করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে। তিনি শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান, কারণ শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে।
সম্মেলনে আরও বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানসহ নেতারা।
ইউটি/টিএ