বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,‘এফসি বার্সেলোনা ঘোষণা করছে ১ অক্টোবর নির্ধারিত চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ- প্রতিপক্ষ প্যারিস সেন্ট-জার্মেই, ম্যাচটি হবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে।’
কাতালান ক্লাবটি আরও জানায়,‘ধারণা করা হয়েছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য ১ অক্টোবর ক্যাম্প ন্যু প্রস্তুত হয়ে যাবে। কিন্তু তা সম্ভব হয়নি। বিবৃতিতে আরও বলা হয়,‘ক্লাব ক্যাম্প ন্যু চালু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পেতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’ ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের এই জটিল প্রক্রিয়ায় সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।
উল্লেখ্য, বার্সেলোনার ঘরের মাঠে ফেরার সময়সীমা এরই মধ্যে একাধিকবার পিছিয়েছে। চলতি মাসে ভ্যালেন্সিয়া ও গেতাফের বিপক্ষে লিগ ম্যাচগুলো এস্তাদি জোহান ক্রুইফে সরিয়ে নেয়া হয়েছিল। তবে উয়েফার নিয়মের কারণে সেখানে ইউরোপীয় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
এসএস/টিএ