ইনজুরি আর নেইমারের মিতালি এতই জোরালো যে, এই দুইয়ের ছাড়াছাড়ি হতেই চায় না। পিএসজি ছেড়ে সৌদি আরবে যাওয়া, এরপর সান্তোস, ইনজুরি নেইমারের পিছু ছাড়ছে না। এই ইনজুরি তাকে বাইরে রাখছে জাতীয় দল থেকেও।
৩৩ বছর বয়সি তারকা ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে। গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনও ব্রাজিলের জার্সি জড়ানো হয়নি। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে ইতোমধ্যে সেলেসাওরা বিশ্বকাপ বাছাইপর্বের ৬টি ম্যাচ খেলেছে। কিন্তু ইনজুরির কারণে কোনোটিতেই ডাক পাননি নেইমার।
এই মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের আগে নেইমার সুস্থ ছিলেন। আনচেলত্তি ফিটনেসের ঘাটতির কথা বলে তাকে দলে নেননি।
অক্টোবরে এশিয়া সফরে তার দলের ২টি প্রীতি ম্যাচ। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার পর ১৪ অক্টোবর খেলবে জাপানের বিপক্ষে।
ফিটনেসসংক্রান্ত ঝামেলা কাটিয়ে উঠতে পারলে নেইমারের এই দুই ম্যাচের জন্য দলে ফেরার আশা ছিল, সেটা এখন আর নেই। ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়ে নেইমার চোটে পড়েছেন।
নেইমার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিটি রেই পেলেতে অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছেড়ে যান। ডান পায়ের উরুতে ব্যথা পান তিনি। পরীক্ষার পর সান্তোসের মেডিকেল বিভাগ শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নেইমারের উরুর রেক্টাস ফেমোরিসে চোট ধরা পড়েছে।
ক্লাব তাকে এখন পর্যবেক্ষণে রেখেছে।
ব্রাজিলিয়ান সাংবাদিক লুকাস মিনারেল্লি জানিয়েছেন, অন্তত এক মাসের মতো নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। এ ধারণা সত্যি হলে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে যে নেইমারের খেলা হচ্ছে না, তা শতভাগ নিশ্চিত।
এমআর/টিকে