সাদামাটা শুরুর মাঝে অসাধারণ এক গোলে দলকে পথ দেখালেন ডিফেন্ডার এদের মিলিতাও। দ্বিতীয়ার্ধে আরেকটি দারুণ গোলে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। এস্পানিওলকে সহজেই হারিয়ে শীর্ষস্থান সংহত রাখল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই জিতেছে তারা।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
মৌসুমে প্রথম হারের স্বাদ পাওয়া এস্পানিওলের পয়েন্টও ১০; তৃতীয় স্থানে আছে তারা। পাঁচ ম্যাচ খেলেছে দলটি।
ম্যাচ শুরু হতেই আক্রমণ শাণায় এস্পানিওল। লক্ষ্যে শটও নেয় তারা, যদিও এদু এক্সপোসিতোর ওই প্রচেষ্টা অনায়াসে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। বিরতির আগে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সফরকারীরা।
প্রথমার্ধে আলোন্সোর দলের আক্রমণগুলোও তেমন ধারাল ছিল না। বিরতির আগে তারাও খুব বেশি প্রতিপক্ষকে ভাবাতে পারেনি।
অবশ্য ২২তম মিনিটে মিলিতাওয়ের দুর্দান্ত নৈপুণ্যে এগিয়ে যায় তারা। ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে, প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
প্রথম ৪৫ মিনিটে ওই একটি শটই লক্ষ্যে রাখতে পারে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলও ঠিক তাই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। ভিনিসিউস জুনিয়রের ডি-বক্স থেকে বাড়ানো কাটব্যাক পেয়ে প্রায় ২২ হজ দূর থেকে শটে গোলটি করেন এমবাপে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। চলতি মৌসুমে লা লিগায় তার গোল হলো পাঁচটি, এবং সব মিলিয়ে সাতটি।
৬৬তম মিনিটে মুহূর্তের ব্যবধানে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবাপে ও ভিনিসিউস। ফরাসি তারকা কাছ থেকে দুইবার গোলরক্ষক বরাবর শট নেওয়ার পর, ফাঁকায় বল পেয়ে পোস্টে মারেন ব্রাজিলিয়ান তারকা!
কিছুক্ষণ পর দূর থেকে আরেকটি শট নেন ভিনিসিউস, কিন্তু ব্যবধান বাড়তে দেননি এস্পানিওল গোলরক্ষক। অবশ্য বাকি সময়ে তারাও পারেনি লড়াইয়ে নাটকীয়তা ফেরানোর মতো কিছু করতে।
এমআর/টিকে