ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের মাহিনুর (৬৬), মোজাম্মেল হক (৫০), জরিনা খাতুন (৪৪), মো. আশরাফুল (৩৮), শাহিনুর (৩০), জিহাদ (৫)।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে গৃহবধূ শাহিনুর বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। তার ডাক-চিৎকারে পরিবার ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে শিয়াল তাদেরও আক্রমণ করে এবং কামড়ে দেয়। এতে আরও চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম ইমতিয়াজ হোসেন বলেন, শিয়ালে কামড়ে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরও দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমকে/টিকে