সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ব্যাটিংয়ে পাওয়া এই জয় টাইগারদের উচ্ছ্বসিত করেছে। তবে এমন জয়ের পরও বাংলাদেশকে ফাইনালে দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে টানা দুদিন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশ। আকাশ চোপড়ার মতে, এই দুই ম্যাচেই জয় পাওয়া বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।
তিনি বলেন, আজকে জেতার পরও বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়া কঠিন। তাদের ভারতের বিপক্ষে খেলতে হবে এবং পরদিনই পাকিস্তানের সঙ্গে ম্যাচ। দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের ফাইনালে যাওয়া আরও কঠিন।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের নায়ক সাইফ হাসান। তিনি খেলেন ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস। দুটি চার ও চারটি ছক্কায় সাজানো তার ব্যাটিংয়ে লঙ্কান বোলারদের বিপর্যস্ত হতে হয়। বিশেষ করে নুয়ান থুসারাকে আক্রমণ করেন তিনি। আগের ম্যাচে চার উইকেট নেওয়া থুসারা এদিন ৪২ রান খরচে একটি উইকেট পান।
সাইফকে নিয়ে আকাশ বলেন, সাইফ দুর্দান্ত ছিল। তার ব্যাটিং দেখে বোঝা যায় ট্যালেন্ট আছে। উইকেটের দুই পাশেই খেলতে পারে। তবে এখনো টপ-ক্যাটাগরির ওপেনারদের মতো মানে পৌঁছায়নি।
অন্যদিকে রান খরায় ভোগা তাওহীদ হৃদয়ও এদিন ঝলমলে ইনিংস খেলেন। তিনি ৩৭ বলে ৫৮ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ আকাশ বলেন, হৃদয় খুবই ব্রিলিয়ান্ট। বিশেষ করে কাভারের ওপর দিয়ে যেভাবে খেলেছে তা অসাধারণ। তার সব শট ক্রিকেটীয়, পাওয়ারের উপর নয়। তিন ফরম্যাটেই সে ভালো খেলতে পারে, বিশেষ করে স্পিন।
পঞ্চপাণ্ডবদের (সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ ও মাশরাফি) ছাড়া এমন জয়ে অবাক আকাশ চোপড়াও। তিনি বলেন, লিটন দাস ব্যর্থ হয়েছে, তবু বাংলাদেশ জিতেছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। আগে দুই-একজনের উপর নির্ভরতা ছিল, এখন সেটা বদলাচ্ছে।
এবি/টিকে