মৌসুমে বাজে শুরুর পর এই জয় ম্যানচেস্টার ইউনাইটেড ও তাদের কোচ হুবেন অ্যামুরির জন্য ভীষণ স্বস্তির।
২ লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শততম গোল করে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। ছবি: রয়টার্স
ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণে বাড়তি মনোযোগ দিল চেলসি। সেই সুযোগে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগে অবশ্য একজন খেলোয়াড় কমে গেল তাদেরও। শেষ দিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলল চেলসি। তবে স্বাগতিকদের জয় রুখতে পারল না তারা।
ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড।
মাইলফলক ছোঁয়া গোলে ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো। একটু পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসির গোলটি করেন ট্রেভো শ্যালাবা।
মৌসুমে বাজে শুরুর পর প্রবল চাপে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। গুঞ্জন ছড়িয়ে পড়ে, চেলসির বিপক্ষে হারলে বরখাস্ত হতে পারেন তিনি। এই জয় তাই পর্তুগিজ কোচের জন্য ভীষণ স্বস্তির।
আগের রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হারের পর এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।
ম্যাচে পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ইউনাইটেড। গোলের জন্য তাদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে। চেলসির পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটেই বড় ধাক্কা খায় চেলসি। বক্সের বাইরে বেরিয়ে এসে ইউনাইটেডের ব্রায়ান এমবুমোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক রবের্ত সানচেস। পোস্টের নিচে ফিলিপ ইয়োর্গেনসেনকে নামাতে তরুণ উইঙ্গার এস্তেভো উইলিয়ানকে তুলে নেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। পাশাপাশি রক্ষণে শক্তি বাড়াতে আরেক উইঙ্গার পেদ্রো নেতোর জায়গায় ডিফেন্ডার টসিন আডারাবায়োকে নামান তিনি।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে তাদের চেপে ধরে ইউনাইটেড। চতুর্দশ মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডান দিক থেকে এমবুমোর ক্রসে প্যাট্রিক ডগুর হেড পাসে ছয় গজ বক্সে ভলিতে বল জালে পাঠান ব্রুনো ফের্নাদেস।
ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০তম ম্যাচে ১০০তম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার পর ২১তম মিনিটে আরেকটি পরিবর্তন আনেন চেলসি কোচ। আরেক উইঙ্গার কোল পালমারকে উঠিয়ে মাঠে নামানো হয় মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে।
আক্রমণে আধিপত্য ধরে রেখে ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় সফরকারীরা। হ্যারি ম্যাগুইয়ারের হেড পাসে কাছ থেকে হেডেই বল জালে পাঠান কাসেমিরো।
অম্লমধুর দিনে প্রথমার্ধের যোগ করা সময়ে চেলসির সান্তোসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। ৬৩তম মিনিটে চেলসির ওয়েসলি ফোফানা হেডে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে আর হতাশ হতে হয়নি তাদের। রিস জেমসের ক্রসে হেডে ব্যবধান কমান শ্যালাবা।
তিন মিনিট পর বক্সের বাইরে থেকে ব্রুনো ফের্নান্দেসের জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন চেলসি গোলরক্ষক। যোগ করা সময় শেষে রেফারির বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড।
ইকে/এসএন