শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (২১ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএনসিসির প্রশাসকের নির্দেশক্রমে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ডিএনসিসির সব অঞ্চলে (মোট ১০টি অঞ্চল) একযোগে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু হবে।
এই বিশেষ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।সেখানে বলা হয়, সবাইকে অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্বেচ্ছায় অপসারণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তা অপসারণ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএনসিসির প্রশাসক নিজে এই বিশেষ অভিযানে উপস্থিত থাকবেন।
এদিকে বেশ কিছুদিন ধরে শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানিয়েছেন, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হচ্ছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ অবৈধ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। তবে দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।
এদিকে শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন- পোস্টার লাগালে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আগেই জানিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে সময় ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদেরকে নিজ দায়িত্বে ও খরচে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রং করার জন্য অনুরোধ করা জানানো হয়। জানানো হয়, রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ।এরপরে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/এসএন